আজকের শিরোনাম :

ফুলছড়িতে কৃষি মেলার উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩

গাইবান্ধার ফুলছড়িতে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। 

গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম ফেরদৌস ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। 

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আল ইমরান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, গাইবান্ধা জেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিয়া প্রমূখ। মেলা ১৪টি স্টল বসানো হয়েছে। 

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কয়েকজন কৃষকের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিতরণ করেন। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ