আজকের শিরোনাম :

ধুনটে প্রতিপক্ষের হামলায় আহত এনজিও কর্মীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ১৯ জুন ২০১৮, ১৯:০৮

ধুনট (বগুড়া), ১৯ জুন, এবিনিউজ : বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় আহত এনজিও কর্মী আরিফুর রহমান আরিফ (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফ ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামের গোলাম রসুলের ছেলে।

থানাপুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার মৃত খোকন হাজীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গার ছেলে রুমনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করে। কিন্তু বিষয়টি জানাজানি হলে রফিকুল ইসলাম রাঙ্গা ওই প্রেমের বিয়ে অস্বীকার করে। 

এবিষয় নিয়ে রফিকুল ইসলাম রাঙ্গা ও খোকন হাজীর দুই পরিবারের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে গত ১৩ জুন আবারও রফিকুল ইসলাম রাঙ্গা তার লোকজন নিয়ে গোসাইবাড়ী বাজারে খোকন হাজীর পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। 

এসময় খোকন হাজীর লোকজনও পাল্টা হামলা চালালে রফিকুল ইসলাম রাঙ্গার ভাগিনা এনজিও কর্মী আরিফুর রহমান আরিফসহ তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আরিফকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় রফিকুল ইসলাম রাঙ্গা বাদী হয়ে গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, মোজা মিয়ার ছেলে বিল্পব হোসেন, আমিনুর রহমানের ছেলে স¤্রাট সহ ১৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকর্মকর্তা এসআই খোকন কুন্ডু জানান, প্রতিপক্ষের হামলায় আহত আরিফুর রহমান আরিফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। 

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ