আজকের শিরোনাম :

দাশুড়িয়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুৎ শাখার উঠান বৈঠক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬

মুজিব বর্ষের মধ্যে শতভাগ বিদ্যুতয়ানের লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবার মান বৃদ্ধি, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন স্থানে উঠান বৈঠক করছে পল্লী বিদ্যুৎ সমিতি দাশুড়িয়া জোনাল শাখা। 

সেই ধারাবাহিকতায়  দাশুড়িয়ার  নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে গতকাল শনিবার বিকেলে উঠান বৈঠক করে পল্লী বিদ্যুৎ সমিতি দাশুড়িয়া জোনাল শাখা। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকির সভাপতিত্বে এ সময় গ্রাহক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মেশবাহুল হক। 

এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি বলেন বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্শ করা যাবে না, বেআইনি সংযোগ নেওয়া যাবে না, নিয়মিত বিল পরিশোধ করতে হবে, ভেজা কাপড়ে বা খালি পায়ে বৈদ্যুতিক কাজ করা যাবে না। 

এ সময় নওদাপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ ও পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এবিএন/গোপাল অধিকারি/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ