আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে একই দিনে ৪ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১

সিরাজগঞ্জ একই দিনে ৪ ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। আজ শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন আখি (১৬), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার একাদশ শ্রেণীর ছাত্রী হাসি খাতুন (১৬), শৈলাবাড়ী গ্রামের ৮ম শ্রেনীর ছাত্রী আয়শা খাতুন (১৩), পশ্চিম গজারিয়া গ্রামে ৯ম শ্রেণীর ছাত্রী আমিনা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আদালত।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ