আজকের শিরোনাম :

ফরিদপুরে অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৮

ফরিদপুর জেলার সদর উপজেলার চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন “অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি এর আওতায় অটিস্টিক শিশুদের বাবা-মা অথবা নিকট আত্মীয়দের- অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

এসো জাতি গড়ি (এজাগ) এর সহযোগিতায় এবং ডাটা কনসাল্টটেন্ট বিডি লিমিটেড এর বাস্তবায়নে আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আলী আহসান। 

প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এজাগ এর সভাপতি তাসলিমা আক্তারী, এজাগ এর সহ-সভাপতি রওনক ফারিয়া, এজাগ এর উপজেলা কো-অর্ডিনেটর লিলি বেগম, এজাগ এর ট্রেইনার শাহিনুর আক্তার প্রমূখ।
তিন দিনব্যাপি প্রশিক্ষণে ৩০ জন অটিস্টিক শিশুর বাবা-মা ও আত্মীয় স্বজন অংশগ্রহণ করে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ