আজকের শিরোনাম :

রাণীশংকৈলে সামগ্রিক কর্ম-মূল্যায়নেরে পুরস্কার পেলেন ওসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২২

সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা, ৪টি উপজেলা ঘেষে রয়েছে এর মানচিত্র। অপরাধ প্রবনতা যেমনি বেশি তেমতি ভাবে রয়েছে চৌকস থানা পুলিশের কর্তব্য পালনে শতভাগ চেষ্ঠা । থানা পুলিশের দার্য়িত্ব পালনে আরো বেশি মনোযাগী করতে রংপুর রেঞ্জের ডিআইজি দিয়েছেন সম্মাননা স্মারক।

গত আগষ্ঠ মাসের মাদক মামলা ১১টি গ্রেফতার ১১জন উদ্ধার ২১১০ পিচ ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল ও ৩৫০গ্রাম গাঁজা। ধর্ষণ মামলা ৩টি, অপহরণ ২টি উদ্ধারও ২টি, খুন ১টি, ওয়ারেন্ট তামিল ৪২টি, সাধারণ মামলা ১৫টি ও সাজাপ্রাপ্ত ৪টি আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

এছাড়াও সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও তাবলীগী জামাতের জেলা ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় সামগ্রিক কর্ম মূল্যায়ন করে গত ১৯ সেপ্টেম্বর রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচায্য মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসাবে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানকে সম্মাননা স্মারক পূরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম সেবা) সহ ৮ জেলার পুলিশ সুপাররা।
 

এবিএন/মোবারক আলী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ