আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫

সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হামকুরিয়া গ্রামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোর্টভবন চত্ত্বরের সামনে ভ্রাম্যমাণ কাজী ও নোটারী পাবলিকের মাধ্যমে কনে বড়হামকুড়িয়া গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ঐশি খাতুনের (১৩) সাথে বর একই গ্রামের হায়দার আলীর ছেলে কলেজ ছাত্র ইয়াসির আরাফাতের (১৯) বিয়ে পড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে নির্বাচন অফিসের সামনে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বর ও কনের বাবা মা কাছ থেকে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ