আজকের শিরোনাম :

সাঘাটায় কর্মসূচির ৩১ বস্তা চাল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৮

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির খাওয়ার অযোগ্য চাল বিক্রিকালে পুলিশ ৩১ বস্তা চাল আটক করেছে।

গত মঙ্গলবার সাঘাটা উপজেলার দশটি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিক্রি করছিলো। 

এ সময় খাওয়ার অযোগ্য চাল বিক্রি কালে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কয়েকজন ডিলারের বিক্রয় কেন্দ্র থেকে খাওয়ার অযোগ্য ৩১ বস্তা চাল আটক করেন। 

এ বিষয়ে ডিলাররা জানায় ট্রেজারির মাধ্যমে বোনারপাড়া সরকারি খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে বিক্রি করছি। ভালো মন্দ আমাদের দেখার বিষয় নয়। 

স্থানীয় একাধিক ব্যক্তি সূত্রে জানায় আটককৃত চালের বস্তাগুলো ওইদিন রাতেই পুলিশ ছেড়ে দিয়েছে।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল ৩১ বস্তা নয় তবে ৩ বস্তা চাল আটকের বিষয়টি স্বীকার করেছেন। 

বোনারপাড়া সরকারি খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম জানান এটি একটি সাজানো নাটক। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান জানান আমার কাছে কেউ অভিযোগ করেনি তাই আমি কিছু বলতে পারছি না। 

এবিএন/আসাদ খন্দকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ