আজকের শিরোনাম :

শৈলকুপায় পৌরভবন থেকে ভিজিএফের চাউল উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫০ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে পৌর ভবনে লুকিয়া রাখা বিপুল পরিমাণ  ভিজিএফের চাউল জব্দ করে তা সিলগালা করে দিয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে পবিত্র ঈদুল আযহার বিপুল পরিমাণ ভিজিএফ চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৩ বস্তায় প্রায় ১৯শ কেজি চাউল পৌরভবনের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ভিজিএফের চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস সাংবাদিকদের জানান পৌরসভায় ভিজিএফের চাউল লুকিয়ে রাখার গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। 

অভিযানের সময় সেখান থেকে ৬৩ বস্তায় প্রায় ১৯শ কেজি ভিজিএফের চাউল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

এবিএন/যবনিকা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ