আজকের শিরোনাম :

ঢাকায় উদ্ধার বনরুই লাউয়াছড়ায় অবমুক্ত : আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

পাচারের সময় ঢাকার মিরপুর থেকে উদ্ধার একটি বনরুই গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছর পাচারের সময় উদ্ধার করে ৩টি বনরুই লাউয়াছড়ায় অবমুক্ত করা হলো। এরমধ্যে দুইটি কুড়িগ্রাম থেকে এবং অপরটি ঢাকা থেকে উদ্ধার করা হয়।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর অসীম মল্লিক জানান গত ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিট পুলিশের সহায়তায় ঢাকার মিরপুর থেকে বনরুইটি উদ্ধার করে এবং ৩ ব্যক্তিকে আটক করে। 

তিনি আরো জানান আটক ৩ ব্যক্তি পাচরের উদ্দ্যেশে খাগড়াছড়ি থেকে বনরুইটি নিয়ে আসছিলো এবং ঢাকা হয়ে উত্তরবঙ্গে যাচ্ছিল।

গতকাল বুধবার দুপুরে লাউয়াছড়া জাতীয় পার্কে বনরুইটি অবমুক্তিকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান, ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর অসীম মল্লিক, শ্রীমঙ্গলেরর রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন প্রমূখ।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ