আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে শিয়াল আটকের বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফরিদপুর গ্রামে শিয়াল আটকের বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে। এ ঘটনায় আহত বুদ্দিন (৫) কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত গ্রামের আব্দুস সাত্তার তার মুরগি খামারে শিয়াল আটকের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন।

বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আমিনা মারা যায়। মেয়ের বাবার দাবী না থাকায় তার দাফন সম্পূর্ণ করা হয়েছে।

এ বিষয়ে সলংগা থানার ওসি তাজুল হুদা বলেন, শিয়াল আটকের বৈদ্যুতিক ফাঁদ নয়, বিদ্যুৎস্পৃষ্টে ওই শিশুটি মারা গেছে বলে শুনেছি। বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ