পোরশায় ২ দিনব্যাপী যুবকদের অরিয়েন্টেশন উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫

নওগাঁয় পোরশায় সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় আদিবাসী ও বাঙ্গালী যুবকদের উদ্বুদ্ধকরণ বিষয়ক ২ দিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও), ইউএসএইড অবিরোধ রোড টু টলারেন্স প্রজেক্টের অংশ হিসাবে এই অরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। 

গতকাল সোমবার স্থানীয় দানিপুকুর সাধুপৌল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইনচার্জ সিষ্টার দিপালী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী অরিয়েন্টেশনের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসডিওর কর্মসূচি সমন্বয়কারী মো. আতাউর রহমান, গ্যান্ট ষ্পেশালিস্ট-অবিরোধ মো. দিদারুল ইসলাম, ফ্যাসিলিটেটর প্রদীপ আচার্য্য, বিএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর সিরাজুল হক, প্রজেক্ট অফিসার মৌসুমী আখতার, রেজাউল করিম, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার হাকিম হাসদা প্রমূখ। 

অরিয়েন্টশন কর্মশালা প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

১০টি ব্যাচের মাধ্যমে ১শত জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও ১শত জন বাঙ্গালী যুবককে মতাদর্শিক সহিংসতা ও সহনশীলতা বিষয়ে অরিয়েন্টেশন প্রদান করা হবে বলে বিএসডিও সূত্রে জানা গেছে। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ