আজকের শিরোনাম :

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ শ্রমিককে ১৫দিনের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২

জগন্নাথপুরে কাঁটা নদীর স্টীল ব্রিজ এলাকায় সরকারি ভুমি থেকে অবৈধ ভাবে নৌকা দিয়ে মাটি উত্তোলনের দায়ে মাটি কাঁটা দুই শ্রমিককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত মাটি কাটার ২ শ্রমিককে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের তবাজ উল্ল্যার ছেলে আব্দুল মিয়া (৩৭), জাফর আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫)।

এসিল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, সরকারি ভুমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিক আব্দুল মিয়া ও জয়নাল মিয়াকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মাটি কাঁটার কাজে ব্যবহৃত নৌকাটি স্থানীয় ইউপি সদস্য মুকিত মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।


এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ