কয়রায় পাউবোর বেড়িবাঁধের সিংহভাগ বিলীন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২০

পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/.২ পোল্ডারের কপোতাক্ষ নদ সংলগ্ন কয়রার হরিণখোলা বেড়িবাঁধের ২শ ফুট রাস্তার তিন-চর্তুথাংশ গত শনিবার হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে বাঁধে ফাটল সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক ভরাটি চর সহ বেড়িবাঁধের সিংহভাগ নদী গর্ভে বিলীন হয়ে যায়।

খবর পেয়ে স্’ানীয় ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫০/৬০ জন শ্রমিক লাগিয়ে বাঁধ রক্ষার কাজ শুরু করেন। সন্ধ্যার পর উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন। মোটর সাইকেলের হেড লাইট জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত শ্রমিকরা বাঁধের ভেতরের অংশে মাটি ফেলে বাঁধ রক্ষার কাজ করতে থাকে।

আজ রবিবার সকাল থেকে আবারো শ্রমিকরা বাঁধে মাটি ফেলানোর কাজ শুরু করেন। সকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সেকশন কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. মশিউল আবেদিন ভাঙন কবলিত হরিণখোলা বেড়িবাঁধ পরিদর্শন করে বাঁধ রক্ষায় সহায়তার আশ্বাস দেন। এ সময় ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন উপসি’ত ছিলেন।


এবিএন/শাহীন/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ