আজকের শিরোনাম :

সাপাহারে কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪

“পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও  মানবপাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আজ রবিবার সকাল ১০টায় উপজেলার তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। 

তিলনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি স্বপন কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তিলনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক, তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

এ সময় সেখানে তিলনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্য, সুধীজন, তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

এবিএন/নয়ন বাবু/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ