আজকের শিরোনাম :

পাইকগাছায় মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪

মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা ও মেঘলা আকাশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকালে খুলনার পাইকগাছা থানা চত্ত্বরে ওসি মো. এমদাদুল হক শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ. এফ এম এ রাজ্জাক, পৌর কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু। 

আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জি এম ইকরামুল ইসলাম ও আরশাদ আলী বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, অব. প্রধান শিক্ষক দীলিপ কুমার সানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুবলীগের উপজেলা আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, পৌর যুবলীগের সম্পাদক জগদীশ রায়, মাও. শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, জননী ফাউন্ডেশনের সম্পাদক শিক্ষার্থী ইমনা আক্তার। 

একই অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের লেখা মেঘলা আকাশ বইয়ের মোড়ল উন্মোচন করেন অতিথিবৃন্দ।   

এবিএন/তৃপ্তি সেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ