আজকের শিরোনাম :

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই : এমপি হাবিবর রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ক্রীড়া চর্চা করলে শারীরিক ও মেধার বিকাশ ঘটে। একজন ভাল ক্রীড়াবিদ দেশের সুনাম বয়ে আনতে পারে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার ধুনটে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন।
 

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ