আজকের শিরোনাম :

রাণীশংকৈলে ২ ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বিকালে ডিগ্রি পরীক্ষা চলাকালিন সময়ে ২ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে কলেজ কতৃপক্ষ। এসময় নির্বাহি ম্যাজিষ্টেট সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, ইংরেজী পরীক্ষায় বালিয়াডাঙ্গী সমির উদ্দীন ডিগ্রি কলেজের ২ জন পরীক্ষার্থীর পরিবর্তে ভূয়া ২জন পরীক্ষায় অংশ গ্রহন করে। তাদের কে কলেজ কতৃপক্ষের সন্দেহ হলে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহি ম্যাজিষ্টেট কে খবর দেয়।

এসময় নির্বাহী ম্যাজিষ্টেট সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা ভূয়া পরীক্ষার্থী বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারি গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র রায়হান (২৮) ও দিনাজপুর বিরল উপজেলার তেঘরা গ্রামের আহসান হাবিবের পুত্র রাহেনুল (২৪) কে ১৮৮ প্যানেল কোর্ট দঃবিঃ মতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

গ্রেফতারকৃত ২ জনকে রাণীশংকৈল থানা পুলিশ শুক্রবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেন। এ প্রসঙ্গে ডিগ্রি কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, গুনগত শিক্ষার মান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যে কোন অনিয়ম সহ্য করা হবে না।

এবিএন/মোবারক আলী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ