আজকের শিরোনাম :

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোরশার আরএস-২৩০/২৩১নম্বর পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় তারা। আটককৃত যুবক উপজেলার বিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হেসেনের ছেলে মোসাহাক আলী( ২৭)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েকজনের একটি রাখাল দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১ (৬এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে আড়াগাছি নামক স্থানে ক্যাদারীপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মোসাহাককে আটক করে বিএসএফ।

এ বিষয়ে জানতে চাইলে, ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিক ঘটনার বিষয়ে তারা অবগত নয় বলে জানান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ