আজকের শিরোনাম :

খানসামায় গ্রাম পুলিশসহ ৯ জুয়াড়িকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৪

দিনাজপুরের খানসামা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম গ্রাম পুলিশসহ ৯ জুয়াড়িকে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে প্রত্যেক জুয়াড়িকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

গতকাল ১১ই সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের লালদিঘী নামক স্থানে এ জরিমানা করেন।

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দুবলিয়া গ্রামের নিরোদ চন্দ্র রায়ের ছেলে শিপেন চন্দ্র রায় ও জিতেন চন্দ্র রায়, ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান এবং চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রহিম, উল্টর পলাশবাড়ি গ্রামের আফতাবউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, মৃত অনাথ চন্দ্র রায়ের ছেলে চিত্তরঞ্জন রায় বাবু, দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মৃত আব্দুল বাছেরের ছেলে আজহারুল ইসলাম, জোতরঘু গ্রামের মৃত শামসুল হকের ছেলে তাজুল ইসলাম, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়দহ গ্রামের রাজেন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় তাদের প্রত্যেককে একশত টাকা জরিমানা করেন। 

জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান এ ধরণের অভিযান উপজেলায় অব্যাহত থাকবে।

এবিএন/মো. রফিকুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ