আজকের শিরোনাম :

পার্বতীপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৬

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বুধবার বিকেলে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে এ খেলা শেষ হয়। পার্বতীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি দল খেলায় অংশ নেয়। 

এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম ও সিংগিমারী উচ্চ বিদ্যালয়ের আবু ছালেহ প্রমূখ। 

খেলা শেষে বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়। খেলা দেখতে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়। 

এবিএন/এম এ জলিল সরকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ