আজকের শিরোনাম :

দুর্গাপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। 

এ বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘পরিকল্পিত ফল চাষ- যোগাবে পুষ্টিসম্মত খাবার’’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহমুদুন্নুর, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন প্রমূখ। 

বক্তারা বলেন দেশের সার্বিক পুষ্টি চাহিদায় ফলদ বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই। বাড়ীর আশপাশের খালি জায়গাগুলোতে অন্তত ১টি করে গাছ লাগানো আহবান জানান। মেলায় বিভিন্ন এলাকা থেকে আগত ১৭টি স্টল প্রদর্শন করে।

এবিএন/তোবারক হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ