আজকের শিরোনাম :

তাড়াইলে মুক্তিযোদ্ধা আবদুল কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল বাজারের বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ভূইয়া খসরুর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে গতকাল বুধবার দুপুর ৩টার সময় তাড়াইল বাজারে নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ভূইয়া খসরু শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ( ইন্না,,,,,,,,,,,,,,,,, রাজিউন) তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন অনেক দিন যাবত।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। 

উক্ত জানাযার নামাজের পূর্বে উপজেলা প্রশাসন ও তাড়াইল থানার যৌথ উদ্যোগে মরহুমের কফিনে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জানাযার নামাজ শেষে তাড়াইল সাচাইল কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ভূইয়া খসরু র মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ভূইয়া খসরু র জানাযার নামাজে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাড়াইল মো. মোশারফ হোসেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূইয়া মোতাহার, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, তাড়াইল মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ আব্দুল হাইসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ভূইয়া খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ