আজকের শিরোনাম :

মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের অলিয়ার রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রূপকার সফল নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খানকে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্” এর পক্ষ থেকে “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করা হয়।

গতকাল রাজধানী ঢাকার সেগুনবাগিচায় “সেগুন চাইনিজ রেস্টুরেন্ট”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলহাজ্জ অলিয়ার রহমান খানের হাতে যৌথভাবে এ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মির হাশমত আলী।

অনুষ্ঠানের প্রধান আলোচক অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর উপদেষ্টা পীরজাদা শহীদুল হারুন, “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবু উপস্থিত ছিলেন।


এবিএন/ফরিদপুরের/জসিম/তোহা    

 

এই বিভাগের আরো সংবাদ