আজকের শিরোনাম :

রামপালে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

রামপালে নদী থেকে অবৈধভাবে স্যালোড্রেজারে বালু উত্তোলন করায় এক ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় উপজেলার বাঁশতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সুফল কুমার গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসিল্যান্ড জানান,গোপন সংবাদের ভিত্তিতে নদী থেকে স্যালো ড্রেজারে অবৈধভাবে বালি উত্তোলন করে এলাকাবাসীর কাছে বিক্রয় করা হচ্ছে খবর পেয়ে আমি ভ্রাম্যমাণ পরিচালনা করি। ড্রেজারের মালিক আজিম হোসেন আগে থেকে সংবাদ পেয়ে পালিয়ে যায়।

এ সময় তার কর্মচারী বাঁশতলী গ্রামের জিনারউদ্দিন এর পুত্র জিয়াউল্লাহ (৩৫) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০০ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 

এবিএন/খৈয়াম হোসেন খিজির/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ