সুনামগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫

মবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।  

গতকাল সোমবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের সম্মুখ থেকে বিশাল র‌্যালিসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। 

পরে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সার্কেল অ্যাডজুট্যান্ট সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলার সকল উপজেলার কর্মকর্তা ও সকল ইউনিয়নের দলনেতা দলনেত্রীরা উপস্থিত ছিলেন। 

এ সময় সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আমিনুল হক বলেন গাছ লাগান পরিবেশ বাচাঁন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছ খুবই গুরুত্বপূর্ণ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষকে দুটি করে গাছ লাগানোর পরার্মশ দিয়েছেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ