আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে বৃদ্ধা হত্যা মামলায় কারাগারে ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধা আলী আকবর ক্বারী (৭০) হত্যা মামলার পলাতক ৩জন আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়।

এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মামলার প্রধান আসামী মোঃ জসিম উদ্দিন (২৯), ৪নং আসামী মোঃ জুয়েল (২৬) ও ৯নং আসামী নুর মিয়া (৬৫)। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আলী আকবর ক্বারীকে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাথারী কোপায় প্রতিপক্ষের লোকজন। এতে তার মাথার মগজ বের হয়ে যায়। তাকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃদ্ধা আলী আকবরের ছেলে মোঃ তহিরুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় মোঃ জসিম উদ্দিনকে প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য: মামলার আসামী মোক্তার হোসেন ও মোশারফ হোসেন এখনো পলাতক রয়েছেন। বাকী ৬জন আসামী জামিনে রয়েছেন।
 

এবিএন/আবীর আকাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ