ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নারী মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৮, ১২:০০ | আপডেট : ১৭ জুন ২০১৮, ১২:১৭

ঢাকা, ১৭ জুন, এবিনিউজ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহতের নাম রেহেনা বেগম।  তিনি ময়মনসিংহের মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। 

আজ রবিবার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এরই মধ্যে গত মাসে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। যাদের বেশির ভাগই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায়। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রেহেনার মৃত্যু হতে পারে। 

তবে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা বলে দাবি করেনি তিনি। 

এদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মুশফিকুর রহমান জানান, স্থানীয়রা ভোরে আমাদের খবর দেয় এক নারীর মরদেহ পড়ে রয়েছে।  পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই। তার নাম রেহেনা। 

পুলিশসহ বিভিন্ন সূত্রের দাবি, ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্টের সিনেমা হলের পেছনে জমজমাট মাদকের কারবার করতেন রেহেনা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ