ডোমার সরকারী কলেজের শিক্ষককে মারধরের ঘটনায় আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮

নীলফামারীর ডোমার সরকারী কলেজের সোলাইমান আলী নামের এক শিক্ষককে মারধরের ঘটনায় নাজিমুল ইসলাম নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। শিক্ষক সোলাইমান আলী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আজ রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অভিযুক্ত ছাত্রদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার বারান্দায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী শফিকুল্লাহকে কলেজের কয়েকজন ছাত্র মারধর করছে। খবর পেয়ে ইসলামের  ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলাইমান আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী শফিকুল্লাহকে বাচাঁতে গেলে কলেজ ছাত্র শান্ত ইসলাম ও সৈকত চৌধুরীর নেতৃত্বে ১৬/১৭জন ছাত্র শিক্ষক সোলাইমান আলীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে কলেজের শিক্ষকরা তাঁকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ওইদিন রাতেই অভিযুক্ত দুই ছাত্র শান্ত ইসলাম ও সৈকত চৌধুরীসহ অজ্ঞাত ১৬/১৭ জনের নামে সোলাইমান আলী বাদী হয়ে ডোমার থানায় মামলা দায়ের করেন।

পুলিশ রাতভর অভিযান চালিয়ে নাজিমুল ইসলাম নামের এক ছাত্রকে আটক করেছে। তবে অভিযুক্ত ওই দুই ছাত্র শান্ত ও সৈকত এখন আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরদিন রবিবার দুপুরে কলেজ মাঠে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষক  ও সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও ওই দুই ছাত্র সবুজ নামের বাংলা বিভাগের এক প্রভাষকের গায়ে হাত তুলে। এ কারণে তিনি অনত্র বদলী নিয়ে চলে যান।
 

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ