ফরিদপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬

“বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা”- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও এনজিওসমূহের সহযোগিতায় আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।  

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক রেজভী জামান ও এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার। 

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, প্রফেসর মো. শাজাহার প্রমূখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ