আজকের শিরোনাম :

কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৮, ১০:১৯

গোপালগঞ্জ, ১৭ জুন, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু’টি বাড়ির ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকেরা। 

গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ফুকরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের জুন্নু মোল্যার ছেলে জলিন (১৫)’র সাথে তুচ্ছ একটি বিষয় নিয়ে একই গ্রামের সাফিদুল মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যা (১৩)’র কথা কাটাকাটি হয়। 

এরই জের ধরে দু’পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাফিদুল মোল্যা (৪৫), বাবলু মোল্যা (৪৫), আফিদুল মোল্যা (৪২), মফিদুল মোল্যা (৪০), জুন্নু মোল্যা (৩৫), মান্নু মোল্যা (৩০) মোজাম মোল্যা (২৮) সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ