আজকের শিরোনাম :

ধর্মপাশায় ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ এক কিশোরীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬

সুনামগঞ্জের ধর্মপাশায় ওসির হস্তক্ষেপে গতকাল শুক্রবার  বিকালে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধর্মপাশা  সদর ইউনিয়নের  পশ্চিমপাড়া গ্রামের এক কিশোরীর (১৪) সাথে  পাশের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার এক যুবকের (২৫) বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার বিকেলে সম্পন্ন হওয়ার কথা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এই বাল্যবিয়ের খবরটি জানতে পারেন ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম। তিনি ওইদিন বিকেল চারটার দিকে কনের বাড়িতে গিয়ে সত্যতা পেয়ে । পুলিশ বিয়ের আসর থেকে বর আনোয়ার হোসেন (২৫), বরের বোন জামাই শফিকুল ইসলাম (৩৪) ও কিশোরীরর বাবা জিয়াউর রহমান (৩৪)কে আটক করে ধর্মপাশা থানায় নিয়ে আসে।

পরে কিশোরীরর বাবা ১৮বছরের আগে তার মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। একই সময়ে বর ও বরের বোন জামাই ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে না করা ও ভবিষ্যতে বাল্যবিয়েতে সহায়তা না করার জন্য লিখিতভাবে অঙ্গীকার করেন।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম আরও বলেন, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিয়ে রোধে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ