ঘাটাইলে প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮

টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসী মোশারফ মিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। 

গতকাল শুক্রবার (৬.০৭.১৯) দুপুরে উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা বাজারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান, দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমূখ। 

এ সময় বক্তরা আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

গত ৪ আগস্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় উপজেলার মাইদারচালার নয়াবাড়ি গ্রমের সেকান্দার আলীর ছেলে সৌদিআরব প্রবাসী মোশারফ মিয়া। পরে নিখোঁজের বিষয়ে তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে প্রতিবেশী সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্ধা গ্রামের মৃত মেসের আলী মন্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগস্ট রাতে আটক করে পুলিশ। পরে তার ভাবী সোনিয়াকে আটক করে। নাসিমা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্ধী দিয়েছে। হত্যার মূলহোতা গৃহবধূ নাছিমার ভাই আক্তার মুন্সীকে এখনও গ্রেপ্তার এবং নিখোঁজ মোশারফের মরদেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ