আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ নাজিম উদ্দীন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোরে নিমতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে গাংপাড়ার তাড়– মন্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নাজিম উদ্দীনসহ ৬/৭ জন গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে দেখে ফেলে এবং গুলি চালায়। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটা কনফারেন্সে আছি। কনফারেন্স শেষে আপনাদের সঙ্গে কথা বলব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ