আজকের শিরোনাম :

মাদারীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২০

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের প্রনব মঠ হতে কলাগাছিয়া বাজার পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মিত পাকা রাস্তার পাশে স্থানীয় এনজিও গণউন্নয়ন প্রচেষ্টা ১৯৯৩ সালে ১৩ কিলোমিটার রাস্তার দুপাশে অংশীদারিত্বের ভিত্তিতে সাড়ে আট হাজার গাছ রোপন করে। 

অংশীদারিত্বের মধ্যে উপজেলা পরিষদ ২৫ ভাগ, ইউনিয়ন পরিষদ ৫ ভাগ, গণউন্নয়ন প্রচেষ্টা (গাছ রোপনকারী এনজিও) ১০ ভাগ, বেনিফিসিয়ারী বা স্থানীয়রা ৪০ ভাগ, বিবিধ-২০ ভাগ।  এর আগে একজন ঠিকাদার অবৈধভাবে ৭০ থেকে ৮০টি গাছ কেটে নেয়। তা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়।  সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট। কোন রকম টেন্ডার বা অনুমতি না নিয়ে বাজিতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ হোসেন সড়কের গাছ কাটা শুরু করলে স্থানীয়রা বাজিতপুর ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি জানালে সহকারী ভূমি কর্মকর্তা দুটি গাছের টুকরা উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে যায়।  

এরপরে বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে গাছ কাটার বিষয়টি রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরীনকে অবহিত করা হয়। গত ২ সেপ্টম্বর উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনে গিয়ে গাছ কাটার সত্যতা পান। 

উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান আমি বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। যেহেতু গণউন্নয়ন প্রচেষ্টা অংশীদারিত্বের ভিত্তিতে গাছ রোপন করেছে কাজেই মেম্বার গাছ কেটে নিতে পারে না। গাছটি ইউনিয়ন ভূমি অফিসারের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/গালিব/জসিম  
 

এই বিভাগের আরো সংবাদ