আজকের শিরোনাম :

হাতীবান্ধায় বাল্যবিয়ের দায়ে কনের বাবার কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০০

লালমনিরহাটের হাতীবান্ধায় বাল্যবিয়ের প্রস্তুতির অপরাধে কাজী, বিয়ের ঘটক ও কনের বাবার ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার মধ্য রাতে ওই উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ওই উপজেলার নিজ শেখ সুন্দর এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র ও নিকাহ রেজিষ্টার (কাজী) শফিকুল ইসলাম, কনের বাবা আরাজি শেখ সুন্দর এলাকার আহম্মেদ আলীর পুত্র আলতাব হোসেন ও বিয়ের ঘটক ঠাংঝাড়া এলাকার হাশেম আলীর পুত্র মোশারফ হোসেন। 

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকায় একটি বাল্যবিয়ের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে হাতীবান্ধা ইউএনও সামিউল আমিনসহ একদল পুলিশ ওই বিয়ে বাড়ি অভিযান চালায়। 

এ সময় বরসহ তার লোকজন পালিয়ে গেলেও কাজী, বিয়ের ঘটক ও কনের বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক সামিউল আমিন প্রত্যককে ৬ মাসের করে কারাদণ্ড প্রদান করেন। 

বৃহস্পতিবার সকালে কারাদন্ড প্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ