আজকের শিরোনাম :

বগুড়ার শেরপুরে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৮

বগুড়ার শেরপুরে উপজেলা প্রাণীসম্পদের নিজ উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর এন,পি আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা সভাপতিত্বে ও শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডাঃ মোঃ রায়হানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, ঘোড়দৌর এন,পি আলিম মাদ্রাসা সুপার আব্দুস ছালাম, উপসহকারি প্রাণিসম্পাদক কর্মকর্তা এস.এম শাহিদুল ইসলাম শাহিন। এ সময় প্রান্তিক খামারিদের মাঝে ৩শ ২০টি গরু ও ১শ ৮০টি ছাগল, ১০ টি ভেড়া, ৩হাজার মুরগিকে ভ্যাকসিন, কৃমিনাশক ঔষধ, ভিটামিন, রুচির ঔষধ ফ্রি প্রদান করা হয়। এবং উপজেলার বিভিন্ন গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প চলমান থাকবে বলে জানান।
 

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ