আজকের শিরোনাম :

ধর্মপাশায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮

স্বাস্থ্য পুষ্টি অর্থ  চাই দেশি ফলের গাছ লাগাই- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার  সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর  রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা  ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ইয়িসমিন আক্তার,  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, উপজেলা কৃষি  কর্মকর্তা মো, নাজমুল ইসলাম, সেলবরষ  ইউপি চেয়ারম্যান নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান  সঞ্জয় রায় চৌধুরী প্রমূখ।

এর আগে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

এবিএন/মো. ইমাম হোসেন/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ