জগন্নাথপুরে ভিক্ষুক পুর্নবাসন বাছাই কার্যক্রম শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২

জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ভিক্ষুক পুর্নবাসন বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম এর উপস্থিতিতে রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে ভিক্ষুক বাছাই কার্যক্রমের মাধ্যমে ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সূত্রে জানাযায় আগামীকাল (৩ সেপ্টেম্বর)মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আশারকান্দি, দুপুর ১২টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এবং ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মীরপুর, দুপুর ১২টায় পাটলী ইউনিয়ন, ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চিলাউড়া-হলদিপুর, দুপুর ১২টায় কলকলিয়া ইউনিয়ন পরিষদ এবং ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর পৌরসভায় ভিক্ষুক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।


এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ