আজকের শিরোনাম :

জামালপুরে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫

সীমান্তে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার বন্ধে জামালপুরের কুড়িগ্রামের উপজেলার রৌমারীতে ৩৫ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকেলে রৌমারীর শাপলা চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মান্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা) মো. নুরুজ্জামান শরিফ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কও রায়, র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এএইচএম মাহফুজুর রহমান প্রমূখ। 

বক্তারা সীমান্তে মাদকসহ সবরকম চোরাচালান বন্ধ করতে হবে রৌমারী সীমান্ত দিয়ে কোন প্রকার মাদক পাচার বন্ধের উপর গুরুত্বারোপ করেন। সুধীবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ও প্রশাসনের ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। 

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ