আজকের শিরোনাম :

মতলবে শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮

চাঁদপুরের মতলব পৌরসভার ঐতিহ্যবাহী বোয়ালিয়া গ্রামের চৌধুরী বাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্থর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

আজ সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় এ উপলক্ষে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়। 

মন্দির কমিটির সভাপতি প্রনব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। জেলা মৎস্য কর্মকর্তা অব. ও জাতীয় হিন্দু মহাজোটের কুমিল্লা জেলা শাখার সভাপতি কৃষিবিদ রতন দত্ত। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, প্রাক্তন শিক্ষক দিলীপ চন্দ্র দাস, অমিয় রঞ্জন রায় চৌধুরী। 

মন্দিরের পুরোহিত পবিত্র রঞ্জন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু দত্ত, বোয়ালিয়া হরিসভা মন্দিরের সদস্য মদন সাহা, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সদস্য সহদেব সরকার, রতন শীল, প্রদিপ দত্ত, মন্টু দত্ত, মহেন্দ্র দত্ত, চন্দন দত্তসহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রী শ্রী প্রনব চক্রবর্তী ও পবিত্র রঞ্জন চক্রবর্তীর উদ্যোগে বোয়ালিয়া জমিদার বাড়ীর উত্তরসুরী অমিয় রঞ্জন রায় চৌধুরীর সহযোগিতায় ১৪১১ বঙ্গাব্দে ৬ জ্যৈষ্ঠ বোয়ালিয়া চৌধুরী বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 

এবিএন/শ্যামল চন্দ্র দাস/গালিব/জসিম 


 

এই বিভাগের আরো সংবাদ