আজকের শিরোনাম :

সুনামগঞ্জে রানীগঞ্জ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলায় ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর স্থানীয় দোসরদের সহায়তায় প্রাচীন ঐতিহ্যবাহী নৌ বন্দর হিসেবে খ্যাত কুশিয়ারা নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ বাজারে গণহত্যায় নিহত শহিদের স্মরণে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। 

গতকাল রবিবার সকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজমিল মিয়ার পরিবারের পক্ষ থেকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে শহীদ স্মরণে ফুল দিয়ে দিনব্যাপি কর্মসূচির শুরু হয়। 

এ সময় রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নিশি কান্ত রায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহিন তালুকদার, সাংবাদিক গোলাম সারোয়ার, কবি জামাল শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজমিল মিয়ার ছোট ছেলেসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সকাল ১১টায় শহিদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

রানীগঞ্জ দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামীর সভাপতিত্বে ও শহিদ গাজী ফাউন্ডেশন সাধারন সম্পাদক আবুল কাসেম আকমলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। 

এ সময় রানীগঞ্জ দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মালিক, গণহত্যায় নিহত শহীদ আব্দুল মজিদের ছেলে বাচ্ছু মিয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, শহিদ পরিবারের সন্তান আকরাম হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

বিকালে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সচিব আব্দুল গফুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন। 

অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক হাজী এখলাছুর রহমান আখলই, সাংবাদিক গোলাম সারোয়ার, ইউপি সদস্য আবুল কালাম, সদস্যা মোছা. এলাচি বিবি প্রমূখ। 

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব, ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী শরিফুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে শহীদ স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলার উপসহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন, উপজেলার টেকনিশিয়ান অরুপ সরকার, রানীগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর গফুর, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী রবিন্দ সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ