নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত : মির্জা আজম এমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪

পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি বলেছেন শেখ হাসিনা সরকার নারী উন্নয়নে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

সেনা-বিমান-নৌ-পুলিশ-ডিসি-সচিব-বিচারক-ইউএনও থেকে শুরু করে মহিলাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করেছেন। নারীরা এখন আগের মতো অবজ্ঞার পাত্র নন। তাঁরা এখন চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশায় দক্ষতার পরিচয় দিয়েছেন। 

মির্জা আজম আজ রবিবার ১ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

মহিলা লীগের সভাপতি মালেহা আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আ. লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ আ. লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমূখ। 

সবশেষে ব্যান্ড-৭১ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ