আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১০:৫৮

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. দুপচাঁচিয়া শাখার আয়োজনে শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে এক আলোচনা সভা ডিমশহর উচ্চ বিদ্যালয় হলরুমে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমান এর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, ডিমশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সদস্য রেজাউল ইসলাম, শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পল্লী উন্নয়ন প্রকল্পের সহ-প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফা, আব্দুল্লাহ মিয়া, প্রকল্পের সদস্য শাপলা আক্তার, রোকসানা বানু প্রমূখ। এ দিন পল্লী উন্নয়ন প্রকল্পের ২শত জন সদস্যকে ১টি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

মাসব্যাপী এ কর্মসূচিতে সাড়ে ৪ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হবে। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ