আজকের শিরোনাম :

কাউনিয়ায় মানসম্মত শিক্ষার লক্ষ্যে শিক্ষকদের সমন্বয় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১৫:৩৬

রংপুরের কাউনিয়ায় মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার উন্নয়নের লক্ষে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দরদী উচ্চ বিদ্যালয় হলরুমে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম। 

দরদী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হারাগাছ পৌর মেয়র মো. হাকিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ। 

সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান। 

বক্তারা বলেন মানসম্মত শিক্ষা উন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের মনোনিবাস বাড়াতে হবে। 

সমন্বয় সভায় উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

এবিএন/মো. মিজানুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ