আজকের শিরোনাম :

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ ‘সন্ত্রাসী’ নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১৪:৪৪ | আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৫:২০

খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন।

নিহতরা হলো- বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য।

আজ সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়। ‘স্ক্রল শিরোনাম’-এ সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ বিজ্ঞপ্তিটি পাঠান।

এতে বলা হয়, ‘খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউপিডিএফ প্রসীতপন্থি সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়, ৩ সন্ত্রাসী নিহত ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার—আইএসপিআর।’

জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান বলেন, ‘উপজেলার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে। দীঘিনালা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত ১৮ আগস্ট পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের ওপর হামলার এক সৈন্য নিহত হন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ