আজকের শিরোনাম :

পদ্মায় সিমেন্ট বোঝাই কার্গো ট্রলার ডুবি : উদ্ধার ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১৮:৫৮

রাজবাড়ীর দৌলতদিয়ার দল্লাপাড়া এলাকায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে ১৬০টন সিমিন্টে সহ একটি কার্গো ট্রলার ডুবে গেছে। আজ (২৫ আগস্ট) রবিবার বেলা ১২টার দিকে এঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারের চালকসহ ৪জনজনকে উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা গেছে নারায়ণগঞ্জ থেকে কার্গো ট্রলারটি ১৬০টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের দল্লাপড়া এলাকায় এসে পৌছাঁলে তীব্র স্রোতের মধ্যে পরে এঘটনার শিকার হয়। নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্গো ট্রলারটি ১৬০টন সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে রাজবাড়ীতে আসছিল। দল্লাপাড়া এলাকায় পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পরে। এতে ট্রলারটি ডুবে যায়।

দৌলতদিয়া ঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের ওসি মোঃ লাবু মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে কার্গো টলার ঐ পার থেকে দৌলতদিয়া ঘাটে আসার আসছিল। নদীতে স্রোত ছিল বেশি তাছাড়াও একটি বড় ঢেউ আসার কারনেই কার্গোটি ডুবে যায়। তিনি আরো বলেন, আমি রাজবাড়ীতে এসপি অফিসের মিটিং এ ছিলাম খবর পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিস এ খবর দিয়েছিলাম মাঝ নদীতে হওয়ায় এখনো কার্গোটি উদ্ধার করা যায়নি।
 

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ