আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১৬:৩৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুগ্রুপের সংঘর্ষে আহত ওসমান আলী বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাতে মারা গেছেন। 

তিনি হাবিবুল্লাহনগর উউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 

এ ঘটনায় তোরাব আলী ও এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান শাহজাদপুর উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামের গোষ্ঠি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ২ প্রভাবশালী গোষ্ঠি ও আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। 

এ বিষয়ে গতকাল শনিবার দুপুরের দিকে ওই গ্রামের মাদ্রাসায় আপোষ মিমাংশায় এক শালিস বৈঠক বসে। এ শালিস শুরুতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের সাথে তোরাব আলী গ্রুপের এই সংঘর্ষ বেধেঁ যায়। একপর্যায়ে উভয়গ্রুপের পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা করে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া, পাল্টা ধাওয়া হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ সময় ঘটনাস্থল থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। এতে উভয় গ্রুপের নারীসহ ১৩ জন আহত হয়। 

আহতদের মধ্যে ওসমান আলী ওই হাসপাতালে শনিবার রাতে মারা যান। নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট থানায় মামলা হবে বলে ওসি জানান। 

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ