আজকের শিরোনাম :

মাদারীপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১৫:৪৭

মাদারীপুরের শিবচর উপজলা স্বাস্থ্যকমপ্লক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুমি আক্তার নামের এক গৃহবধূর মত্যু হয়েছে। 

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগীর মত্যু হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় গত ২০ আগস্ট জেলার শিবচর উপজলা স্বাস্থ্যকমপ্লক্স এ ভর্তি হয় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালই চিকিৎসাধীন ছিলেন। 

গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকা নেয়ার পথই এম্বুলেন্স  এর মধ্যেই প্রান হারিয়ে সুমির মত্যু হয়। সুমি ১ মেয়ে ও ২ ছেলে রেখে যান। সুমি মাদারীপুর শিবচর উপজলার কাঠালবাড়ি ঘাট এলাকার স্পীডবাট চালক আনায়ার ফকিরর স্ত্রী। লাশটি মধ্যরাতে তার বাড়ি শিবচর উপজলার কাঁঠালবাড়িতে আনা হয়ছে। সকালে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

শিবচর উপজলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস বলেন গতকাল শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে সে মারা যায়। সুমি ২০ আগষ্ট হাসপাতাল ভর্তি হয়েছিল। তবে এখনো হাসপাতাল ২৪ জন ডেঙ্গু  রোগী ভর্তি আছে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ