আজকের শিরোনাম :

পাইকগাছায় নদী ভাঙ্গণ ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১৫:৩০

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও কপোতাক্ষ নদের তীব্র স্রোতে এবং নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খুলনার পাইকগাছার রাড়লী ইউনিয়নের পুর্বপাড়া জেলে পল্লীর ৩০টি ঘর কপোতাক্ষ নদের ভাঙ্গণে বিলীন হয়ে গেছে। ঘর-বাড়ি হারিয়ে ৩০টি পরিবার মানবতার জীবনযাপন করছে। 

স্থানীয় সংসদ সদস্য ভাঙ্গণ কবলিত এলাকা পরির্দশকালে অতি দ্রুত ভাঙ্গণরোধে টেকসই ভেঁড়িবাধসহ তাদের ঘর-বড়ি নির্মাণের আশ্বাস প্রদান করেছেন। 

এ দিকে আজ রবিবার দুপুরে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এমপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরশাদ আলী বিশ্বাস, রাড়–লী ইউনিয়ন আ. লীগের আহবায়ক ডা. শংকর কুমার দেবনাথ, ক্যাম্প ইনচার্জ সঞ্জয় কুমার দত্ত, অ্যাড. মনজুরুল ইসলাম, প্রাণকৃষ্ণ দাশ, বিমল কুমার পাল, অসীম কুমার দাশ, উত্তম কুমার দাশ, অশোক অধিকারী, আনিচ গাজী, আমান সরদার, আশিক দত্ত, সাইফুল মোড়ল, হাকিম পাড়, দিপংকর ঘোষ, বাবুলাল বিশ্বাস, প্রণয় ঘোষ, শচীন ঘোষ, সফিকুল ইসলাম গাজী, আব্দুল্লাহ গাজী, সাগর বিশ্বাস, জয় বিশ্বাস, ইসরাইল বিশ্বাস, হাফিজুল মোড়ল ও আজু সরদার। 

এবিএন/তৃপ্তি সেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ